Extracurricular

My extracurricular work can be broadly divided into four segments.

Photography

Kolkata, India

plot

HongKong

plot

Travel

My first trek from Gangotri to Gomukh in Uttarakhand, India

plot

Europe (Summer’ 2022)

France

কুড়ি-বাইশ বছরের একটা প্রাণপ্রাচুর্যে ভরপুর, চনমনে ছেলে বা মেয়ের দুচোখ ভরা প্রচুর স্বপ্ন থাকে। বল্গাহীন সব স্বপ্ন। তিন প্রহরের বিল, দারুচিনির দ্বীপ দেখার স্বপ্ন; দুরন্ত রোদের টিলা পেরিয়ে ভুবন-ডাঙার মাঠে খেলে বেড়ানোর স্বপ্ন; দুনিয়াটাকে বদলে দেওয়ার স্বপ্ন। বিভিন্ন পরিস্থিতি, অভিজ্ঞতা তাকে বাস্তবতা শেখায়; বিচিত্র সব মানুষের ভিড় তাকে একইসঙ্গে প্রচুর সুখস্মৃতি এবং তিক্ততা সহযোগে জগদ্দর্শন করায়। অনেক অবিশ্বাস, বিদ্রুপ, প্রশংসা, অসম্মান, পাওয়া-না পাওয়া, চড়াই-উৎরাই ঠেলে নিজের রাস্তা নিজে করে নিতে নিতে মানুষ আস্তে আস্তে তার সীমাবদ্ধতাগুলো বুঝতে শেখে। সে যে চাইলেই সব কিছু করতে পারেনা, তার হাতে যে অনেক কিছুই নেই, সবটুকু দিয়ে চেষ্টা করার পরও যে অনেক কিছু পাওয়া যায়না – এই বেয়াক্কেলে চোঁওয়া ঢেঁকুরগুলো হজম করতে সময় লাগে খানিক। বল্গাহীন স্বপ্নগুলো সেইদিন থেকেই ফেলে আসা শৈশব-কৈশোরের মত মিলিয়ে যেতে থাকে আস্তে আস্তে। আমার ও তাই হয়েছিল কিন্তু পায়ের তলার সর্ষে তা মাঝে মধ্যে ধাক্কা মারতে থাকে ! তাই আর কি স্টাইপেন্ড এর পয়সা বাঁচিয়ে আর পান্ডেমিক কে এড়িয়ে তাই বেরিয়ে পড়ি আর্লি টোয়েন্টিজ দেখা স্বপ্ন গুলোর লেট টোয়েন্টিজ এ বাস্তব রূপ দিতে, স্বপ্ন সাকার করতে সাহায্য করে দুই কনফারেন্স ! এই আমার প্যারিস ভ্রমণ এর ইতিবৃত্তান্ত

Spain

England and Scotland

plot

Football

Before the commencement of the new football season 2022-2023 in Europe, here is the most enthralling collage of my life. The summer of 2022 will be remembered forever. I visited the following football stadiums in July 2022 within a span of 15 days. Stade de France(France national team)….Le Parc des Princes(PSG)…Santiago Bernabeu(Real Madrid)….Camp Nou(Barcelona)….Stamford Bridge(Chelsea)..Anfield(Liverpool).. Old Trafford(Man United)…Etihad(Man City)…

plot

Reading